নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও আরো ৩৪ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় কাদুনা থেকে রাজধানী আবুজা যাওয়ার পথে টায়ার ফেটে তীব্র গতির একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
কাদুনা রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ক কমিশনার স্যামুয়েল আরুয়ান এক বিবৃতিতে বলেন, বাসের ৫৩ জন আরোহীর ১৬ জনই দুর্ঘটনাস্থলে নিহত হয়। বাকি তিনজনের মৃত্যু পরে নিশ্চিত করা হয়।
এ দুর্ঘটনায় আহত হয়েছে ৩৪ জন। তারা সকলেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আরুয়ান আরো বলেন, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। এ সময়ে টায়ার ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117