পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিনিয়ত মেতে উঠছে পর্যটকরা। গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত অবধি উন্মুক্ত মঞ্চে সুরের মুর্ছনায় আগত পর্যটকদের মাতিয়ে তুলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা। গানের ফাঁকে ফাঁকে চলে স্থানীয় রাখাইনদের নৃত্য। বঙ্গবন্ধুকে নিয়ে পরিবেশিত গান ও কবিতায় মন কাড়ে পর্যটকদের। বালু দ্বারা নির্মিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যের পাশে অনুষ্ঠিত এ সাংকৃতিক অনুষ্ঠানে প্রতিদিনই বাড়ছে পর্যটকের ভীড়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশ ও কুয়াকাটা পৌরসভা। আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে এ অনুষ্ঠান বলে জানিয়েছে কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর পরিচালক হোসাইন আমির।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117