জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলা পরিষদের তহবিল থেকে আজ জেলার পাঁচবিবি উপজেলার ৮৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট চারলাখ ৩৫ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে পাঁচবিবি ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর প্রমুখ।
পরে মাধ্যমিক ও তদুর্ধ্ব পর্যায়ে অধ্যয়নরত পাঁচবিবি উপজেলার ৮৭জন মেধাবী শিক্ষার্থীর মাঝে জনপ্রতি পাঁচহাজার টাকা হারে চারলাখ ৩৫হাজার টাকার শিক্ষাবৃত্তির টাকার চেক বিতরণ করা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117