ভিয়েতনামে রাষ্ট্র বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় চার মানবাধিকার কর্মীকে ১০ বছর পর্যন্ত কারাদন্ড দেয়া হয়েছে।
ভিয়েতনামে কমিউনিস্ট সরকারে নতুন মন্ত্রীসভা শপথ নিতে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে শীর্ষ নেতৃবৃন্দ তাদের দায়িত্ব নিতে যাচ্ছেন।
পর্যবেক্ষকরা বলছেন, এসব রাজনৈতিক ঘটনাপ্রবাহের সাথে মানবাধিকার কর্মীদের ওপর চাপ তৈরির ঘটনা একইসঙ্গে ঘটছে।
ল্যাম ডং এর সেন্ট্রাল হাই ল্যান্ডস প্রদেশে মঙ্গলবার অ্যাক্টিভস্ট ভু তিয়েন শি(৫৫) কে ১০ বছর কারাদন্ড দেয়া হয়েছে। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ও নেতৃবৃন্দের মানহানি করে অনলাইনে আর্টিকেল পোস্ট ও শেয়ারের অভিযোগে তাকে এ কারাদন্ড দেয়া হয়।
নিকটবর্তী উপকূলীয় খাঞ্চ হোয়া প্রদেশে ২৫ থেকে ৫৯ বছর বয়সী তিনজনকে একই অভিযোগে পাঁচ থেকে নয় বছরের জেল দেয়া হয়।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ভিয়েতনামে ২০১৬ সালের পর রাজনৈতিক বন্দীর সংখ্যা দ্বিগুণ হয়ে ৮৪ থেকে ১৭০ হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117