বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ইউরোপের টিকা দেয়ার গতির সমালোচনা করে একে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে।
একইসঙ্গে সংস্থাটি ইউরোপে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।
ইউরোপ বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেন, মহামারি নিয়ন্ত্রণে বর্তমানে টিকা হলো সবচেয়ে ভালো উপায়। কিন্তু এই টিকা দেয়ার গতি অগ্রহণযোগ্যভাবে ধীর যা মহামারিকে দীর্ঘায়িত করবে।
তিনি আরো বলেন, উৎপাদন বাড়িয়ে ও টিকা দেয়ার বাধাগুলো কমিয়ে আমাদেরকে অবশ্যই টিকা দেয়ার গতি বাড়াতে হবে।
সংস্থাটি আরো বলছে, গত কয়েকমাসে আমরা যা দেখেছি, ইউরোপের ভাইরাস পরিস্থিতি আরো বেশি উদ্বেগজনক।
ডব্লিওএইচও আরো বলছে, পাঁচ সপ্তাহ আগেও ইউরোপে সপ্তাহে ১০ লাখেরও কম লোক সংক্রমিত হতো। এখন এ সংখ্যা ১৬ লাখে দাঁড়িয়েছে।
রাশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটিসহ ৫৩টি দেশ ও অঞ্চল নিয়ে ডব্লিওএইচও’র ইউরোপীয় অঞ্চল গঠিত।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117