স্বাস্থ্যবিধি না মানায় জেলায় ৩০ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসকের কার্যালয় এলাকা, শহরের উমেদ নগর সিএনজি স্ট্যান্ড ও বানিয়াচং উপজেলার নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে এই জরিমানা করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শহরের জেলা প্রশাসের কার্যালয়ের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা ১১ জনকে ১ হাজার ১০০ টাকা, উমেদ নগর সিএনজি স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনা খাতুন ১০ জনকে ২৫০ টাকা এবং বানিয়াচং উপজেলার নতুন বাজারের ৯ জনকে ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি।
আমিনা খাতুন জানান, অভিযানকালে জরিমানা আদায়ের চেয়েও সচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল উদ্দেশ্য। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117