সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি পুলিশ স্টেশনে এক আত্মঘাতির ভয়াবহ হামলায় অন্তত ছয়জন নিহত ও আরো ছয়জন আহত হয়েছে।
নগরীর দক্ষিণে রোববার সন্ধ্যায় ব্যস্ত মাকা আল মুকারাম সড়কের ওয়াবেরি স্টেশনে এ হামলা চালানো হয়।
সোমালি পুলিশ কমান্ডার ইব্রাহিম মোহামেদ জানান, বিস্ফোরণটি ছিল ভয়াবহ এবং এর ফলে ভবনের অংশবিশেষ ধ্বংস হয়ে যায়।
পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে জানান, বিস্ফোরণে ছয় ব্যক্তি প্রাণ হারিয়েছে । এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক ও দু’জন পুলিশ কর্মকর্তা। এছাড়া আহত হয়েছে আরো ছয়জন।
বিস্ফোরণের পর পুলিশ ব্যস্ত সড়কটি বন্ধ করে দেয়।
আল শাবাব গ্রুপ এ হামলার দায় স্বীকার না করলেও আল কায়দার সাথে যুক্ত জঙ্গিরা নিয়মিতই সোমালিয়ার রাজধানীতে হামলা চালায়।
সোমালিয়ার ফেডারেল সরকারের পতন ঘটানোর জন্যে ২০০৭ সাল থেকে আল শাবাব গ্রুপ দেশটির সরকারি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117