ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২১-০৫-২৬
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিজিটাল সরকারি ভাবে ভূমি জরীপ কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামী করে বুধবার রাজশাহী দিয়ারা সেটেলমেন্টে অপারেশনের উল্লাপাড়া অস্থাই ক্যাম্পের দায়ীত্বরত কানুনগো ও ক্যাম্প অফিসার মোঃ আবু সাঈদ বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন । মামলা নং - ১৯ এ মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো-উপজেলার রামকান্তপুর গ্রামের আদেল প্রামানিকের ছেলে মুকুল হোসেন(৫৬), সমশের প্রামানিকের ছেলে জিল্লার হোসেন(৬০), আজমল হোসেনের ছেলে পলাশ (৩৯), আবুল কালামের ছেলে সেলিম রেজা (২৫) ও জহুরুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন বাবু (৩২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান, সরকারিভাবে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ৯০ নং রামকান্তপুর মৌজার সাতবড়িয়া ঘাট সংলগ্ন মাঠে ডিজিটাল পদ্ধতিতে সরকারি ভুমি জরীপ কাজ চলছে । গতকাল ওই ভুমি জরীপ কাজ চলাকালীন সময় গ্রেফতার কৃত আসামীরা ভুমি জরীপ কাজে বাধা দেয় এবং জরীপ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাদি ছিনিয়ে নেয় ।
এ বিষয়ে রাজশাহী দিয়ারা সেটেলমেন্টে অপারেশনের উল্লাপাড়া অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত কানুনগো ও ক্যাম্প অফিসার মোঃ আবু সাঈদ বাদী হয়ে বুধবার সকালে থানায় মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার এবং দুপুরের পর আদালতের মাধ্যমে আসামীদেরকে জেলে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat