শহরতলির বান্দ্রায় একটি চারতলা ভবনের দেয়াল পার্শবর্তী দোতলা বাড়ির ওপর ধসে পরায় ২৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এক নারীসহ অপর পাঁচ ব্যক্তি আহত হয়েছে। সোমবার, এক নাগরিক কর্মকর্তা একথা জানান। খবর পিটিআই-এর।
তিনি জানান, বান্দ্রার (পূর্ব) খেরওয়াদী রোডের রাজজাক চাউলে বেলা ১ টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটলে দমকল কর্মীরা ১১ জনকে উদ্ধার করে এবং কিছু স্থানীয় লোকজন পরে আরো ছয়জনকে উদ্ধার করে।
আহতদের বান্দ্রার ভাবা হাসপাতাল ও সান্তাক্রুজের ভি এন দেশাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ভি এন দেশাই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াজ আহমদ (২৮) নামে একজনকে মৃত অবস্থায় ও নুরাল হক হায়দার আলী সাইদ (২১) নামে অপর একজনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ওই নাগরিক কর্মকর্তা আরো জানান, সালমান খান (২৪), রাহুল খোট (২২), রোহান খোত (২২) এবং লতা খোত (৪৮) নামে চারজনকে ভাবা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
অপর এক কর্মকর্তা জানান, অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলের ধ্বংসাবশেষ সাফ করা হচ্ছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117