স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগীয় প্রধান, একুশে পদক প্রাপ্ত নবনাট্য সংঘের প্রতিষ্ঠাতা শব্দ সৈনিক কামাল লোহানীর ৮৮তম জন্মদিন পালন করেছে নবনাট্য সংঘ জয়পুরহাট শাখা।
জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাংস্কৃতিক ভবনে রোববার সকালে কামাল লোহানীর প্রতিকৃতিতে পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান জয়পুরহাট নবনাট্য সংঘের সভাপতি- সাধারণ সম্পাদকসহ নাট্য কর্মীরা। পরে আলোচনা করেন নবনাট্য সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক দিলীপ সেন। নবনাট্য সংঘ জয়পুরহাট শাখার সভাপতি ও জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক নাট্যজন রাজা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে কামাল লোহানীর বর্ণাঢ্য সাংস্কৃতিক জীবন নিয়ে আলোচনা করেন ঢাকা মহানগর শাখার সদস্য নাট্যকর্মী মনির হোসেন, স্থানীয় বিশিষ্ট ছড়াকার মুসতাফা আনসারী, নাট্যকর্মী লালন হোসেন, শাহরিয়াদ, ইসরাত জাহান কুমকুম প্রমূখ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117