ভারতের সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও’র প্রতি তাঁর শততম জন্মবাষির্কীতে গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বলেছেন, জাতীয় উন্নয়নের জন্য তাঁর ব্যাপক অবদান ভারত গভীরভাবে স্মরণ করে। খবর পিটিআই’র।
১৯৯১ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুরো পাঁচ বছর মেয়াদে প্রবীণ কংগ্রেস নেতা রাও ভারতের অর্থনীতি উদারীকরণে এবং কার্যকর পরিবর্তন আনায় সুখ্যাতি অর্জন করেন।
মোদি এক টুইটার বার্তায় সাবেক প্রধানমন্ত্রী শ্রী পিভি নরসিমা রাওয়ের শততম জন্মবাষির্কী পালন উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী গত বছরও রাও’র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117