অনিয়মের অভিযোগে কুমিল্লা নগরীতে দুটি হসপিটালে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মুস্তাফিজুর রহমান কুমিল্লার বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার ও গোমতী হসপিটালে অভিযান পরিচালনা করে। এ সময় বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারের একজন ডা. ভূয়া পদবী ব্যবহার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে গোমতী হাসপাতালে প্যাথলজি ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মুস্তাফিজুর রহমান বলেন, নগরীর বসুন্ধরা ডায়গনষ্টিক সেন্টার ও গোমতী হসপিটালে অভিযান পরিচালিত করি, দুটি হসপিটালকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117