কুড়িগ্রাম সদরে নদীর ভাঙনে গৃহহীন ২৩টি পরিবারের মাঝে আজ (৮ জুলাই) বৃহস্প্রতিবার সকালে প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ধরলার ভাঙনে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার সারডোব গ্রামের এসব পরিবারের প্রতিটিকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রধান করা হয়। সকালে টিন ও চেক বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, লেখক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
উল্লেখ, চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন নদ-নদীর ভাঙনে কুড়িগ্রাম সদর উপজেলায় ২ শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। পর্যায়ক্রমে তাদেরকে প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117