পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ভারতের মহারাষ্ট্র রাজ্যে মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় সৃষ্ট ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে পাঠানো এক শোক বার্তায় ড. মোমেন বলেন, প্রয়োজনের সময় বাংলাদেশ যথাসাধ্য সহায়তা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর বলা হয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের দুর্যোগ বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতকে দুর্যোগ পরবর্তী প্রভাবগুলো সামলানো এবং মোকাবিলায় একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মৃতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি পায়, এ জন্য সৃষ্টিকর্তার সহায়তা কামনা করেন।
উল্লেখ্য. জাতির পিতার জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117