ব্রেকিং নিউজ :
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
  • প্রকাশিত : ২০২১-০৮-০৯
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নটিংহ্যামে ভারতকে জয় বঞ্চিত করলো বৃষ্টি, ক্রিকেট বিশেষজ্ঞদের মতামতটা এমনই। বৃষ্টির কারনে পঞ্চম দিন ভেস্তে গেলে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। তবে রুট বলছেন, পঞ্চম ও শেষ দিন খেলা হলে ইংল্যান্ডই জিততো। ম্যাচ জিততে শেষ দিন ৯ উইকেট হাতে নিয়ে ১৫৭ রানের প্রয়োজন ছিলো টিম ইন্ডিয়ার। কিন্তু বৃষ্টিতে শেষ দিন খেলা না হলে, ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হলো। এতে স্বাভাবিকভাবে হতাশা ঝড়লো ভারতের অধিনায়ক বিরাট কোহলির কন্ঠে। 
সিরিজের প্রথম টেস্টের শুরু থেকেই ইংল্যান্ডকে চেপে ধরেছিলো ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলিং তোপে মাত্র ১৮৩ রানে প্রথম দিনই অলআউট হয় তারা। ভারতের বোলারদের তোপে। এরপর ভারতের ব্যাটিং যুৎসই না হলেও, ২৭৮ রান তুলেও লিড নিতে পারে ভারত।  
দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে পিছিয়ে অধিনায়কের রুটের ব্যাটে ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড। রুট সেঞ্চুরির স্বাদ নিলেও, ইংল্যান্ডকে ৩০৩ রানে বেশি করতে দেননি ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া বুমরাহ, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। 
জয়ের জন্য ২০৯ রানের জবাবে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৫২ রান করে ভারত। আর পঞ্চম দিন খেলা না হলে ম্যাচটি ড্র হয়।
তবে খেলা হলে যে ভারত জিততো তা মানছেন রুট। তিনি বলেন, ‘আমাদের কাছে সুযোগ ছিল ম্যাচ জয়ের। দারুণ জায়গায় ছিল ম্যাচটি। শেষ দিন খেলা জমে যেতে পারতো। আশা করবো, পরের ম্যাচগুলোতে আমরা জিততে পারবো।’
হতাশা নিয়ে ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘খেলার তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির আশঙ্কা ছিল। তবে শেষ দিনের পুরোটা সময় যে বৃষ্টিতে ভেস্তে যাবে তা ভাবতেও পারিনি। এটা খুবই হতাশাজনক। চতুর্থ দিন আমরা ৫২ রান করে ফেলার পর জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। সেই দিক থেকে দেখতে গেলে এই ফল হতাশার।’
লর্ডসে আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat