ইথিওপিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘাতে গৃহহীন হয়ে পড়া বেসামরিক নাগরিকদের ওপর হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং অনেক লোক আহত হয়েছেন। মঙ্গলবার হাসপাতালের এক কর্মকর্তা এএফপি’কে একথা জানান। খবর এএফপি’র।
দুবতি রেফারেল হাসপাতালের পরিচালক ডা. আবুবকার মাহামুদ জানান, আফার অঞ্চলের শহর গালিকমায় গত ৫ আগস্ট এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হাসপাতালটিতে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আবুবকার এএফপি’কে বলেন, ‘১২টি মৃত দেহ হাসপাতালে আনা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ওই হামলায় প্রায় ৫০ জন আহত হন। তাদের প্রায় ৭৫ শতাংশ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।’
আবুবকার জানান, এ হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা হাসপাতাল কর্মকর্তাদের বলেন যে তারা টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) যোদ্ধাদের হামলার শিকার হন।
প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফ যোদ্ধাদের উৎখাতে টাইগ্রে অঞ্চলে সৈন্য পাঠানোয় গত নভেম্বর থেকে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117