অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) আজ টোল সংগ্রহ, আইটিএস ও এক্সপ্রেসওয়ে পরিচালনা এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (কেইসি)’র নিয়োগের একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৩তম ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকের পর সাংবাদিকদের ভার্চুয়ালি ব্রিফিংকালে মোস্তফা কামাল বলেন, বৈঠকে টোল সংগ্রহ, আইটিএস ও এক্সপ্রেসওয়ে পরিচালনা এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কেইসিকে নিয়োগের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের প্রস্তাবটির অনুমোদন দেয়া হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117