প্রধানমন্ত্রীর দেওয়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় পর্যায়ের অনুদানের চেক কুমিল্লার কর্মরত সাংবাদিকদের হাতে তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ রোববার সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে করোনাকালীন সময়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক প্রতিজনকে ১০ হাজার টাকা করে কুমিল্লা জেলার ৩৭ জন সাংবাদিকের হাতে এ চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নিতীশ সাহা, স্থানীয় দৈনিক রুপসী বাংলা পত্রিকার বার্তা সম্পাদক আসিফ অরুনাভ।
চেক বিতরণকালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এর আগের আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117