ব্রেকিং নিউজ :
ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত সাতক্ষীরায় শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঝালকাঠিতে ওসমান হাদির বাড়িতে শোকের মাতম উস্কানিতে পা না দিয়ে ধৈর্য-বিচক্ষণতার সঙ্গে ঐক্য রক্ষার আহ্বান জামায়াত আমীরের গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : পার্বত্য উপদেষ্টা সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-০৯-০৪
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সফল অধিনায়ক হবার পর আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগারদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামলেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে একশ ম্যাচ খেলার নজির গড়বেন মাহমুদুল্লাহ। 
তার অধীনে এ বছর, টি-টুয়েন্টি ক্রিকেটে আটটি ম্যাচ জিতেছে বাংলাদেশ (এরমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক টি-টুয়েন্টি সিরিজ জয়ও আছে), যা এক বর্ষে সর্বোচ্চ জয়ের নজিরও।
চলমান সিরিজে প্রথম দুই  টি-টুয়েন্টি জিতে   এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১২ ম্যাচ জয়ের স্বাদ নিয়েছেন মাহমুদুল্লাহ। যা তাকে এই ফরম্যাটে সফল অধিনায়কের তকমা দিয়েছে। এর আগে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ  ১০ ম্যাচ জিতে শীর্ষে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। 
যদি আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন, তবে বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহ। এ ম্যাচ দিয়ে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্য বাংলাদেশের।
এর আগে টি-টুয়েন্টিতে শতমম ম্যাচ খেলা সাতজন খেলোয়াড় হলেন- পাকিস্তানের শোয়েব মালিক (১১৬)-মোহাম্মদ হাফিজ  (১১৩), ভারতের রোহিত শর্মা  (১১১), ইংল্যান্ডের ইয়োইন মরগান (১০৭), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (১০৩), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১০২) ও রস টেইলর (১০২)।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করেন মাহমুুদুল্লাহ। তার অভিষেকের পর বাংলাদেশ ১০৮টি ম্যাচ খেলেছে, সেখানে মাহমুদুল্লাহ খেলেছেন ৯৯টি। দেশের হয়ে মুশফিকুর রহিম ৮৮ ও সাকিব আল হাসান ৮৬টি করে ম্যাচ খেলেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat