মাগুরা জেলায় আজ বৃহস্পতিবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ৫৫টি নিবন্ধিত মহিলা সমিতির অনুক’লে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সমিতির সভানেত্রীদের হাতে এ অনুদনের চেক তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পারিচালক আব্দুল আওয়াল, প্রোগ্রাম অফিসার আঞ্জুমনারা মাহমুদ, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু ও সন্ধি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রেহেনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলার ৫৫টি মহিলা সমিতির অনুকূলে সর্বোচ্চ ৫০ হাজার ও সর্বনিম্ম ২৫ হাজার টাকা হারে মোট ১৭ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117