ঝালকাঠি জেলায় আজ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং ঝালকাঠি-২ আসনের (সদর) সংসদ সদস্য আলহাজ¦ আমির হোসেন আমুর পক্ষ থেকে সদর ও নলছিটি উপজেলার ১০৪টি পূজামন্ডপে মোট তিনলাখ ৩৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে আমির হোসেন আমুর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আমির হোসেন আমুর পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে নগদ অর্থ হস্তান্তর করেন।
এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ¦ আমির হোসেন আমু এমপি।
এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের এর সভাপতি আব্দুর রশিদ হাওলাদার ও সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ এবং জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117