নড়াইল জেলায় আজ মাদক মামলায় মো. আজহারুল ইসলাম বিশ্বাস নামের একব্যক্তিকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
আজ রোববার নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মো. আজহারুল ইসলাম বিশ্বাস সাতক্ষীরা জেলার কলারোয় থানার দগিং বিশ্বাসপাড়ার খোরশদে আলি বিশ্বাসের ছেলে। আজ রায় প্রদানকালে আসামি আদালতে উপস্থতি ছিলেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালরে ৮ নভেম্বর দুপুরে মাদক বিরোধী অভিযানকালে নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজার এলাকায় সেতুর উপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আসামি আজহারুল ইসলাম বিশ্বাসকে আটক করে পুলিশ। পরে নড়াইল সদর থানায় সহকারি উপপরিদর্শক (এ এস আই) সুজন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।এ মামলায় ৯জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামীকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনরে ১৯(১) এর ৩ (খ) ধারায় এ দন্ডাদেশ প্রদান করা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117