ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদ্রাসা শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান। আজ অনলাইনে যুক্ত হয়ে মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন সচিব ।
সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অনুষ্ঠানে সংঘঠিত সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবেনা তাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে।
সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধন জোরদার করতে মাদ্রাসা শিক্ষকদের আরো বেশি ভূমিকা রাখতে রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি ।
ভার্চুয়ালী এ সভায় দেশের ৩০০টি মাদ্রাসার শিক্ষক অংশগ্রহণ যুক্ত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117