বঙ্গবন্ধু ফেডারেশন কাপ ভলিবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
আজ পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১১, ২৫-১৭, ২৫-১৫, পয়েন্টে ৩-০ সেটে বিকেএসপিকে এবং বাংলাদেশ নৌবাহিনী ২৩-২৫, ২৫-১৭, ২৫-২০, ২৫-১৪ পয়েন্টে ৩-১ সেটে তিতাস ক্লাবকে পরাজিত করেছে।
একই দিন অনুষ্ঠিত ‘খ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনী ২১-২৫, ২৫-১৫, ২৫-১৭, ২৫-১৮ পয়েন্টে ৩-১ সেটে বাংলাদেশ পুলিশকে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-১১, ২৫-১৭, ২৫-১৫, পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ আনসারকে পরাজিত করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ২১ অক্টোবর।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117