সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও বাংলাদেশ এই শ্লোগানে জেলা যুবলীগের উদ্যোগে রাঙ্গামাটিতে শান্তি-সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রাঙ্গামাটি পৌরসভার সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, শহীদুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক দীপক দাশ মানিক প্রমুখ।সমাবেশে মেয়র আকবর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠি বিএনপি-জামাতের মদদে কুমিল্লাসহ দেশের বিভিন্ন মন্দির ও সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে।দেশের স্বার্থে মৌলাবাদি চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।সমাবেশের আগে পৌরসভার সামনে থেকে একটি শান্তি-সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117