জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে জেলার রানীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামে বুধবার দুপুরে ১০০ তালের চারা রোপণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় শিশুদের সঙ্গে নিয়ে এ চারা বনগাঁও-মীরডাঙ্গী রাস্তার পাশে রোপণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, শেখ রাসেল দিবস উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। তিনি জানান- ভবিষ্যতে বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এ তালের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি গ্রামে এই তালের চারা রোপণ করা হবে বলেও তিনি জানান।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117