সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার সিনিয়র এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।
ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের ব্যবহৃত সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটি হামলার শিকার হওয়ার দু’দিন পর এ ড্রোন হামলা চালানো হলো।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড মুখপাত্র সেনাবাহিনীর মেজর জন রিগসবী বলেন, ‘আজ সিরিয়ার উত্তরপশ্চিমে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার সিনিয়র নেতা আব্দুল হামিদ আল-মতার নিহত হয়েছেন।’
তিনি জানান, সেখানে এ হামলায় আর কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। তিনি আরো জানান, এমকিউ-৯ বিমান ব্যবহার করে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘আল-কায়েদার এ সিনিয়র নেতা নিহত হওয়ায় বৈশ্বিক হামলার ষড়যন্ত্রের ক্ষেত্রে এ সন্ত্রাসী সংগঠনের সক্ষমতা ব্যহত হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষের দিকে সিরিয়ার উত্তরপশ্চিমে ইদলিবের কাছে এক বিমান হামলায় আল-কায়েদার আরেক সিনিয়র নেতা সালিম আবু-আহমেদ নিহত হন বলে পেন্টাগন জানায়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117