প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৭ লাখ ৪৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫৫ জেলেকে কারাদন্ড ও ৫ জেলেকে ৫ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
তাদের কাছ থেকে জব্দকৃত ৭ লাখ ৪৭ হাজার মিটার কারেন্ট জাল জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ১৮৭ কেজি মা ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার আজ রোববার সকাল ১০টায় জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় মা ইলিশ শিকারের অপরাধে মা ইলিশ রক্ষা অভিযানের ২১তম দিনে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় মা ইলিশ রক্ষায় ১১ টি অভিযানে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আটককৃত ৬০ জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ বছর করে কারাদন্ড ও ৫ জেলেকে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৭ লাখ ৪৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮৭ কেজি মা ইলিশ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117