মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও সবজিবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দু’ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকালে তিনটার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসযাত্রী মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেম মোল্যা (৫০) ও নড়াইল জেলার বিমল দাস (৭৫)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহগামী জনতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক- উভয়ই সড়কের পাশের খাদে পড়ে গেলে দু’জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫জন।
তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117