লক্ষ্মীপুর জেলা সদরে আজ লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে শেখ রাসেল রাসেল দেয়ালিকার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপি।
পরে কলেজ মিলনায়তনে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আতœবিশ্বাস’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, কলেজের উপাধ্যক্ষ বিপ্লব কুমার সাহা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাসিবুল ছিদ্দিক, কলেজ শাখা ছাত্রলীগর সভাপতি ফাহদ বিন কামাল মাহি ও সাধারণ সম্পাদ ফারুক হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117