শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর আইএসপিপি যত্ন প্রকল্পের উপকারভোগী গভবর্তী ও শিশুর মায়েদের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
যত্ন প্রকল্পের নালিতাবাড়ী উপজেলার সুপারভাইজার হুমায়ুন কবির বলেন, ওর্য়াল্ড ব্যাংকের অর্থায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন আইএসপিপি যত্ন প্রকল্পের আওতায় উপজেলায় ১৫ নভেম্বর হতে ২২ নভেম্বর পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে। উপজেলার ১২ টি ইউনিয়নে ১৪ হাজার ৪২৭ জন উপকারভোগীর মাঝে ১০ কোটি ৯০ লাখ ৬ হাজার টাকা বিতরণ করা হবে। এর মধ্যে নয়াবিল ইউনিয়নে মঙ্গলবার ১১৪২ জন উপকারভোগীর মাঝে যত্ন ক্যাশ কার্ডের মাধ্যমে ৮৬ লাখ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়।
নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, যতœ প্রকল্পের নগদ গর্ভবতী ও শিশুর মায়েদের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম উপজেলায় জোরদার করা হয়েছে। স্বচ্ছতার সাথে এ কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদ তদারকি করছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117