তিউনিসিয়ার কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, তারা ইতালীয় উপকূলে পৌঁছানোর চেষ্টাকারী ২ শতাধিক অভিবাসীকে আটক করেছে।
ন্যাশনাল গার্ডের মুখপাত্র হাউসেম এদ্দিন জেবালী জানান, অবৈধ অভিবাসন রোধ করার লক্ষ্যে দেশের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে নিয়োজিত ইউনিটগুলো গত শনিবার ও রোববার নয়টি অভিযানে এসব অভিবাসীদের সাগর পাড়ি দেয়ার চেষ্টা রোধ করেছে।
ন্যাশনাল গার্ড আরো জানিয়েছে, সাগর এবং উপকূলীয় এলাকা থেকে এদেরকে আটক করা হয়েছে। এসময় ১১১ জন তিউনিসিয়ার নাগরিকসহ আফ্রিকার বিভিন্ন দেশের ২২৩ জন অভিবাসীকে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।
তিউনিসিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, গত মাসে তারা ছয়টি প্রয়াস রোধ করে সাব-সাহারা অঞ্চলের ১১২ জন সহ ইউরোপ অভিমুখী ১২৫ জন অভিবাসীকে উদ্ধার করেছিল।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117