বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার বাউবি’র ওয়েবসাইটে যুক্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই পরীক্ষা কার্যক্রম চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ও বিকেলে তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩ টি কেন্দ্রে এবছর প্রায় ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৫২ হাজার ৫২৬ জন ছাত্র ও ৩০ হাজার ৬০৮ জন ছাত্রী রয়েছে।
চলতি বছরে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য আবশ্যিক বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117