নাটোর জেলায় আজ নাটোর চিনিকলে ৫০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে তিনহাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছর চিনি আহরনের হার নির্ধারণ করা হয়েছে সাড়ে ছয় শতাংশ।
আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় আয়োজিত এক অনুষ্ঠানে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) কৃষিবিদ মো. আশরাফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান এবং আখচাষী নেতা ময়েজ উদ্দিন সরকার ও মোসলেম উদ্দিন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117