অনুষ্ঠিত হয়ে গেল গণফোরামের (মন্টু) ষষ্ঠ জাতীয় কাউন্সিল। কাউন্সিলে দলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা মহসিন মন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে ১৫৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলে গণফোরামের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অধিবেশনে সশরীরে উপস্থিত থাকতে পারেননি প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। তবে সম্মেলনকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে চিঠি দেন তিনি। বিকেলে সাংগঠনিক অধিবেশনে নতুন কমিটি নির্বাচনের জন্য কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচনি কমিটি গঠন করা হয়। কাউন্সিলররা করতালির সঙ্গে দুই হাত তুলে নতুন কমিটিকে সমর্থন ও স্বাগত জানান।
নির্বাচনি অধিবেশনে অ্যাডভোকেট মহসিন রশিদ সভাপতিত্বে নির্বাচনি কমিটির পক্ষে নতুন কমিটির সদস্যদের নাম পড়ে শোনান অধ্যাপক আবু সাইয়িদ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117