আগামী ২০২২ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি-বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়ে) স্কুলে ভর্তির অন-লাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে।আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময় দেশের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদনের এই সময়সীমা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারি স্কুলের ভর্তি লটারি আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হবে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল ভর্তি লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117