আইসিএবি সার্টিফিকেট অফ মেরিট অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংকটিকে এই পুরস্কার দেওয়া হয়।
শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে এই পুরস্কার তুলে দেন।
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী সকল করপোরেট প্রতিষ্ঠানকে অডিট রিপোর্ট প্রণয়নে এভাবে উত্তম চর্চা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ ও আইসিএবির সভাপতি মাহমুদুল হাসান খসরু প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া রূপালী ব্যাংকের পক্ষে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও জিএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117