শহীদের রক্ত বৃথা না যাওয়ার শপথ নিল ফেনীর মানুষ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর সাথে কন্ঠে-কন্ঠ মিলিয়ে জেলার ১২ হাজার মানুষ দেশগঠনে শপথ নিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। শপথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন প্রমুখ।
ফেনী জেলা প্রশাসনের আয়োজনে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেয় সকল সরকারি দপ্তর এবং বিভিন্ন সংস্থা ও সংগঠন। এতে লাল সবুজে বর্ণিল পোশাকে উৎসাহী যুবকদের উপস্থিতি ছিল নজরকাড়া।
এর আগে সকালে একই স্থানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117