জাপানের ওসাকা নগরীর একটি বাণিজ্যিক এলাকায় একটি ভবনে শুক্রবার অগ্নিকান্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় দমকল বিভাগ এ কথা জানায়।
টিভি ফুটেজে দেখা যায়, আগুন নেভানোর পর কয়েক ডজন দমকলকর্মী আটতলা ভবনের ভেতরে ও বাইরে কাজ করছেন। সরু অফিস ভবনের চতুর্থ তলার পোড়া বিধ্বস্ত অভ্যন্তর এবং কালো জানালা দেখা যায়।
ভবনটির নিচতলায় একটি ক্লিনিক ছিল যা মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে। স্থানীয় মিডিয়া এ কথা জানায়।
ওসাকার ফায়ার ডিপার্টমেন্টের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আগুনের পুড়ে যাওয়া ২৮ জনের মধ্যে ২৭ জনের জীবনের কোন স্পন্দন পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তারা জানান, ‘সকাল ১০টা ১৮ মিনিটে ভবনের চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে।’ দুপুর পর্যন্ত দমকলের ৭০টি ফায়ার ইঞ্জিন সেখানে কাজ করছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117