ইরাকের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় আটজন মারা গেছে।স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চল আরবিলের প্রাদেশিক গভর্র্ণর ওমিদ খোশনাউ এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।
তিনি বলেন, গুরুতর খরা মোকাবেলার পর শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ভোর হওয়ার আগেই ঘরবাড়ি পানিতে ডুবে গেলে অনেকে বিস্মিত হয়ে পড়ে।
তিনি জানান, বন্যায় নারী ও শিশুসহ ৮ জনের প্রাণহানি হয়েছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত জেলা আরবিল শহর অরবিলের পূর্বাঞ্চলে উল্লেযোগ্য ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরো জানান, বাসিন্দাদের সাহায্য করতে আসা সিভিল ডিফেন্সের ৪ সদস্য এ সময় আহত হয়েছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র সারকাউত কারাচ বলেন, "মৃত আটজনের মধ্যে একজন বজ্রপাতে মারা গেছেন, অন্যরা তাদের বাড়িতে ডুবে মারা গেছে।” তিনি আরো বলেন, অনেক মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117