পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়েছে। তবুও সবাইকে সাবধান থাকতে হবে। কারণ, নেকড়ের মতো স্বাধীনতা বিরোধীরা এখনও চারদিকে ঘোরাফেরা করছে। তাই, স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখা আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘সবাইকে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন ও সৃজনশীল সেবা প্রদান করতে হবে। যাতে এর সুফল সাধারণ মানুষ ভোগ করে। কেবল রুটিন দায়িত্ব পালন নয়, এর মাধ্যমে দেশ-জাতির মঙ্গল হয় এমন কিছু করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কবির আহমেদ, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক রূপ রতন পাইনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117