নড়াইল জেলায় আজ ‘ডাক্তার সিরিয়াল অ্যাপ’-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আজ বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজামউদ্দিন খান নিলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, অ্যাপস-এর উদ্ভাবক মো. মিল্টন শেখ প্রমুখ বক্তব্য রাখেন। অ্যাপ’টির উদ্ভাবক মো. মিল্টন শেখ জানান, এ অ্যাপের মাধ্যমে ঘরে বসে কোন ধরনের ভোগান্তি ছাড়াই ১ থেকে ২ মিনিটির মধ্যে দেশের যে কোন বিশেষজ্ঞ অথবা অভিজ্ঞ চিকিৎসকের সিরিয়াল দেয়া যাবে এবং বিডিং পদ্ধতিতে সর্বনি¤œ রেটে ঘরে বসে এ্যাম্বুলেন্স ভাড়া করা যাবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117