ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দেবীপুরে রাস্তায় আজ দুপুর সাড়ে ১২টায় গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হন। মৃতরা হলেন আপন ভাই তুষার (৪০) ও বিপ্লব (৩২)। তারা চট্রগ্রামের মিরসরাইয়ের ইছাখালী গ্রামের অন্ন মাঝি বাড়ির দীনেশের পুত্র। সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত কে রছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জাভেদ জানান, আজ দুপর সাড়ে ১২টায় ঢাকা হতে চট্টগ্রাম অভিমূখী একটি কার দ্রুতগতিতে ফেনীর দেবীপুরে এসে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটন্ াস্থলেই দুইজন মারা যান।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, তাদের দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় । আহত একজন তুষারের শ্যালক প্রণব (২২), অপরজন গাড়ি চালক সাজ্জাদ তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আহত প্রণব জানান, প্রবাসী তুষারের চিকিৎসার জন্য গতকাল ঢাকা যায় তারা। আজ সকালে ঢাকা হতে গ্রামের বাড়ি মিরসরাইয়ে যাচ্ছিলেন তারা।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117