সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২৮ জন করোনাক্রান্ত হয়েছেন। যার সংক্রমণের হার ২৩.৯৮ শতাংশ।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট বিভাগ এ তথ্য নিশ্চিত করে। তথ্যমতে গতকাল ২১ জানুয়ারি, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ১ হাজার ৩৬৮ জনের শরীরে করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ২৪৭ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫২ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৭ হাজার ৪৬৯ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় ৬০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার সংখ্যা এখন ৫০ হাজার ৪০৯ জন। ওইসময় করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। এনিয়ে মোট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন। একইসময় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১০২ জন। করোনায় সিলেট বিভাগে এপর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৮৯ জন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117