মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে একটি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনি তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন। একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শনিবার এ কথা জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র বিস্তারিত আর কোনো তথ্য না দিয়ে বলেছেন, ৯৬ বছর বয়সী মাহাথির কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট-এর কার্ডিয়াক কেয়ার ইউনিটে রয়েছেন।
গত ডিসেম্বরে বেশ কয়েকদিন তিনি চেক-আপের জন্য ভর্তি ছিলেন। তিনি গত কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন, বেশ কয়েকবার হার্ট এটাকের পর তাঁর দেহে বাইপাস সার্জারি করানো হয়।
মাহাথির মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মোট ২৪ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত ক্ষমতায় থাকেন এবং পরবর্তিতে ৯২-বছর বয়সে সংস্কারপন্থী জোটের নেতৃত্বে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে সেই প্রশাসন ২০২০ সালে ভেঙে পড়ে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117