যুক্তরাষ্ট্রে গড়ে গত সাতদিনে করোনায় উদ্বেগজনকহারে লোক মারা যাচ্ছে। দেশটিতে বুধবার দুই হাজার ২৫৯ জন করোনায় মারা গেছে।
গত শীতে করোনার সংক্রমণ বাড়ার পর এটি সর্বোচ্চ।
ডেইলি মেইলের সাম্প্রতিক খবরে এ কথা বলা হয়েছে।
তবে একই সময়ে দৈনিক সংক্রমণের হার ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭২৩ জনে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের উল্লেখ করে পত্রিকাটি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমলেও স্বাভাবিক জীবনে ফিরতে এখনও অনেক সময় লাগবে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিজ্ঞানী এন্থনি ফাউচি।
করোনা সংক্রমণের কারনে দেশটির হাসপাতালগুলোতে এখনও সংকট চলছে এবং মৃত্যুর হারও উদ্বেগজনক স্তরে রয়েছে বলে পত্রিকাটি উল্লেখ করে।
এদিকে ব্রিটেনে ছড়িয়ে পড়া ওমিক্রনের একটি উপ-ধরণ আরো দ্রুত গতিতে লোকজনকে সংক্রমিত করবে বলে আশংকা করা হচ্ছে। এটি ইতোমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117