ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ রোববার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি হচ্ছে সর্বশেষ সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে তাঁর বৈঠকের কথা রয়েছে।" ফার্স্ট লেডি মিশাল আবুধাবিতে প্রেসিডেন্ট হারজোগের সফরসঙ্গী হয়েছেন। খবর এএফপি’র।
আবুধাবি রওনা হওয়ার আগে তিনি টুইট করেন, "সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক সফরের জন্য এখন আমার স্ত্রী মিশালের সাথে যাত্রা করছি, এই সফর সর্বোপরি দেশ দুটির মধ্যে শান্তির প্রতিশ্রুতির প্রতীক। ”
তার কার্যালয় আরো জানায়, হারজোগ সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের সাথেও বৈঠক করবেন ও এক্সপো ২০২০ দুবাই পরিদর্শন করবেন।
সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার প্রায় ১৬ মাস পরে এই সফর হচ্ছে। মিশর এবং জর্ডানের পরে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আরব দেশ যা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117