শেরপুর জেলায় আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের বরাদ্দকৃত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন প্রকল্পের মালামাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মালামাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি।
শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. সাজ্জাদুল করিম, জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি গণগ্রন্থাগারে ১৯৬টি বই, একটি কার্পেট, চারটি ফ্রেম ও ফ্রেমে সংযুক্ত ছবি, ছয়টি ফ্রেমে সংযুক্ত লোগো, চারটি স্টিলের বুকসেলফ, একটি কাঠের রিডিং টেবিল এবং দুইট রিডিং চেয়ার প্রদান করা হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117