চট্টগ্রামে সনদ্বীপ উপজেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসা মোহাম্মদ আরমান (১৯) নামে এক রোহিঙ্গাকে চট্টগ্রামের মুনসুরাবাদের পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে পুলিশে সপোর্দ করা হয় বলে নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ।
চট্টগ্রামের ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গাকে চট্টগ্রাম পাসপোর্ট অফিস থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। কীভাবে পাসপোর্ট করতে এলো ও জন্মসনদ পেলো তার তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117