হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু’কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। এঘটনায় কেউ আটক হয়নি।
ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টীমের সহকারি রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম স্বর্ণ আটকের বিষয়টি আজ নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের এ চালানটি জব্দ করা হয়। সাজ্জাদুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরে দুই ও তিন নম্বর লাগেজ বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেট পাওয়া যায়। জুসের প্যাকেট থেকে ২২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117